শুক্রবার ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, ছিনতাই হওয়া ‘এমভি লিলা নরফোক’ এর দিকে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। আইএনএস চেন্নাই নামের এই যুদ্ধজাহাজ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে ক্রুদের নিরাপত্তাও নিশ্চিত করবে।
কর্মকর্তারা জানান, ক্রুরা জাহাজটির একটি নিরাপদ কোঠায় আশ্রয় নিয়ে আছেন।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার মেহুল কার্নিক বলেছেন, ক্রু সদস্যরা জানিয়েছেন, তারা তাদের স্টোর রুমে ছিলেন। সেখান থেকেই জাহাজটি পরিচালনা করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে ওঠে। এ খবর জানিয়ে দ্রুত জাহাজ থেকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি বার্তা পাঠানো হয়। খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়।
শুক্রবার ভারতীয় নৌবাহিনীর পাঠানো টহল উড়োজাহাজটি ছিনতাই হওয়া জাহাজটির সন্ধান পেয়েছে।
অর্থসংবাদ/এমআই