সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ ৪০ হাজার কোটি ডলার

সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ ৪০ হাজার কোটি ডলার
সৌদি আরবের শিল্প-কারখানায় বিনিয়োগের মাত্রা নিয়মিত বেড়েই চলেছে। দেশটিতে শিল্প-কারখানা খাতে ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগ হয়েছে, যা এক বছরে ৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিক শেষে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। প্রান্তিক হিসাবে যা ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ ছিল ৩৭ হাজার ৩০০ কোটি ডলার, যা আগের বছরে একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

এদিকে ভারী শিল্প খাতে ২০২৩ সালে বিনিয়োগ হয়েছে ২৬ হাজার ২০ কোটি ডলার, যা মোট বিনিয়োগের ২৬ দশমিক ১ শতাংশ। মাঝারি শিল্প খাতে বিনিয়োগ হয়েছে ১০ হাজার ৪০০ কোটি ডলার, যা মোট বিনিয়োগের ২৬ শতাংশ। আর কুটির শিল্পে ৩ হাজার ৫৪০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে, যা মোট বিনিয়োগের ৮ দশমিক ৯ শতাংশ।

জাতীয় বিনিয়োগ কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবে তালিকাভুক্ত বিনিয়োগকারীদের বিনিয়োগ ২৫ হাজার ২০ কোটি ডলারে উন্নীত হয়েছে। তবে এ সংখ্যা মোট বিনিয়োগের ৬২ দশমিক ৬ শতাংশ।

সৌদি আরবে বর্তমানে ৯ হাজার ৩২৪টি কারখানা চালু রয়েছে, যা মোট কারখানার ৮২ দশমিক ৭ শতাংশ।

মোট বিনিয়োগ বিবেচনায় যৌথ বিনিয়োগ দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা ১৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এটা মোট বিনিয়োগের ৩২ দশমিক ৫ শতাংশ। এসব অর্থ বিনিয়োগ করা হয়েছে ৯৪১টি চালু কারখানায়।

বিদেশী বিনিয়োগ তৃতীয় অবস্থানে রয়েছে। ওই সময়ে ১ হাজার ৯৬০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে, যা মোট বিনিয়োগের ৪ দশমিক ৯ শতাংশ। এসব অর্থ ১ হাজার ৮টি চালু কারখানায় বিনিয়োগ করা হয়েছে, যা মোট কারখানার ৮ দশমিক ৯ শতাংশ।

সৌদি বিনিয়োগ অফিস জানিয়েছে, প্রান্তিক ও বাৎসরিক ভিত্তিতে চালু কারখানার সংখ্যা বেড়েছে যথাক্রমে ২ দশমিক ৬ ও ৫ দশমিক ১ শতাংশ।

এসব কারখানায় কর্মী সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ৪২৯-এ উন্নীত হয়েছে। প্রান্তিক ও বাৎসরিক কর্মী বৃদ্ধির হার যথাক্রমে ২ দশমিক ৯ ও ১১ দশমিক ৬ শতাংশ।

পূর্বাঞ্চলে বিনিয়োগ হয়েছে ১৬ হাজার ৪৫০ কোটি ডলার, যা মোট অর্থের ৪১ দশমিক ২ শতাংশ।

সৌদি আরবের রিয়াদে সবচেয়ে বেশি কারখানা রয়েছে, যার সংখ্যা ৪ হাজার ৩৮৯টি। মোট কারখানার মধ্যে ৩৮ দশমিক ৯ শতাংশই এখানে অবস্থিত। এখানকার কর্মী সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭০২, যা সৌদি আরবের মোট কর্মী সংখ্যার ৩৭ দশমিক ৩ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না