রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ২৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৪৮ কোটি ৭ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।