দেউলিয়ার পথে চীনের ব্যাংকিং প্রতিষ্ঠান ঝোংঝি

দেউলিয়ার পথে চীনের ব্যাংকিং প্রতিষ্ঠান ঝোংঝি
বিনিয়োগকারীদের ঋণ পরিশোধ করতে না পারায় দেউলিয়ার পথে চীনের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ঝোংঝি এন্টারপ্রাইজ গ্রুপ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন বেইজিংয়ের একটি আদালত। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে সন্দেহজনকভাবে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম তদন্ত শুরু করেন দেশটির সরকারি কর্মকর্তারা। খবর বিবিসি।

তদন্তে দেখা যায়, বর্তমানে ব্যাংকটির যে পরিমাণ সম্পদ রয়েছে তা গ্রাহকের ঋণ পরিশোধে যথেষ্ট নয়। মূলত তদন্তের এ প্রতিবেদন প্রকাশের পরই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে আবাসন খাতে বিনিয়োগ করা বৃহৎ এ প্রতিষ্ঠান।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি গ্রাহককে ৬ হাজার ৪০০ কোটি ডলার ঋণের কথা জানায়। এ কয়েক মাসে ঋণের পরিমাণ কিছু কমলেও নতুন অর্থবছরে ঋণের পরিমাণ প্রতিষ্ঠানটিকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করতে পারেনি। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলার।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে যে পরিমাণ সম্পদ রয়েছে তা গ্রাহকদের ঋণ পরিশোধে অক্ষম বলে জানিয়েছেন বেইজিংয়ের আদালত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ঝোংঝি চীনের আর্থিক খাতের বড় একটি প্রতিষ্ঠান। মূলত এ ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো দেশের প্রথাগত ব্যাংক খাতবহির্ভুত আর্থিক সংস্থা হিসেবে কাজ করে।

চীনা অর্থনীতির তৃতীয় বৃহত্তম খাত হচ্ছে প্রপার্টি। এর মধ্যে রয়েছে ভবন ক্রয়বিক্রয়, ভাড়া, বন্ধকি, এ-সংক্রান্ত এজেন্সি, নির্মাণ উপকরণ ও এ খাতের শিল্প উপকরণ উৎপাদন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না