যুক্তরাজ্যে পাড়ি দিয়েছে প্রায় ৩০ হাজার অভিবাসী

যুক্তরাজ্যে পাড়ি দিয়েছে প্রায় ৩০ হাজার অভিবাসী

২০২৩ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চ্যানেল পেরিয়ে প্রায় ৩০ হাজার অভিবাসী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে। ছোট নৌকা ব্যবহার করে তারা চ্যানেলটি অতিক্রম করে।


আগের বছরের তুলনায় এই সংখ্যা এক তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে বলে সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানায়।


দেশটির কর্মকর্তারা ২০১৮ সাল থেকে যুক্তরাজ্যের অভিবাসীর সংখ্যা প্রকাশ করে আসছে। দক্ষিণ-পূর্ব ইংলিশ উপকূলে ২৯,৪৩৭ জনের অননুমোদিত আগমন সংখ্যা প্রকাশ শুরুর পর থেকে এখনো দ্বিতীয় বৃহত্তম বার্ষিক সংখ্যা।


প্রকাশিত প্রতিবেদনে জানায়, বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন জুড়ে বিপজ্জনক যাত্রা ব্রিটেনের রক্ষণশীল সরকারের জন্য একটি রাজনৈতিক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


এমন পরিস্থিতিতে ঋষি সুনাক গত বছর ‘নৌকা যোগে চ্যানেল অতিক্রম বন্ধের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে গত মাসে সুনাক বলেন, তার প্রতিশ্রুতি পূরণের কোন ‘সুনির্দিষ্ট তারিখ’ ছিল না।


সোমবার প্রকাশিত পরিসংখ্যানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনাকের ডাউনিং স্টিট অফিস বলেছে, ছোট নৌকা যোগে চ্যানেল পাড়ি দেওয়ার হার আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে।


২০২২ সালে ৪৫ হাজার অভিবাসী চ্যানেল পাড়ি দেয়। এই সংখ্যা চ্যানেল অতিক্রমের সর্বোচ্চ রেকর্ড।


অর্থসংবাদ/বাসস/এমএইচ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না