এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ থেকে ৫ জানুয়ারি কুয়েতের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সূত্রের বরাত দিয়ে কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-কাবাসের প্রতিবেদনে জানানো হয়েছে।


গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে কোনও বাংলাদেশি আছে কি না তা জানা যায়নি। আল-কাবাস বলছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগকে আইন অনুযায়ী নির্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।


দেশটিতে প্রায়ই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলাবাহিনী। সম্প্রতি কুয়েতকে অবৈধ শ্রমিক মুক্ত করার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ। তার এই নির্দেশের পর দেশটিতে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে।


এদিকে, কুয়েতের আবাসন তদন্ত কর্মকর্তারা দেশটির ফাহাহেল, মাঙ্গাফ, ফারওয়ানিয়া, শুওয়াইখ, হাওয়াল্লি, খাইতান, আল-হাসাউই এবং কাবদে এলাকায় পৃথক নিরাপত্তা অভিযান চালিয়েছে। এ সময় আবাসন এবং শ্রমআইন লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের ২৮৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আল-রাই জানিয়েছে।


গত বছরের শেষের দিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে গত কয়েক বছরের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭০১ জন নারীসহ মোট ৪২ হাজার ৮৯২ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না