কলকাতার পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানরা। ওপেনার শুভমান গিল ৩৬, অধিনায়ক ইয়োইন মরগান ৩৪ ও দিনেশ কার্তিক ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। জবাবে হায়দারাবাদের দুই বিদেশি খেলোয়াড় ইংল্যান্ডের জনি বেয়ারস্টো (৩৬) ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (২৯) ৬ ওভারে ৫৮ রান যোগ করেন। এরপরের ব্যাটসম্যান ব্যর্থ হলেও হায়দারাবাদের আশা বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ম্যাচ জিততে শেষ ওভারে ১৮ রান দরকার পড়ে হায়দারাবাদের। কলকাতার ওয়েস্ট ইন্ডিজের পেসার আন্দ্রে রাসেলের দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি চার মারেন ওয়ার্নার। শেষ বলে জয়ের জন্য ২ রানের প্রয়োজন ছিল। কিন্তু ওয়ার্নার ১ রান নিলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। ৩৩ বলে ৫টি চারে অপরাজিত ৪৭ রান করেন এই অজি তারকা। কলকাতার লোকি ফার্গুসন ১৫ রানে ৩ উইকেট নেন।সুপার ওভারে তিন বলে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান করে হায়দারাবাদ। কলকাতার পক্ষে বোলার ছিলেন ফার্গুসন। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাইট রাইডার্স।