দেশব্যাপী ছড়িয়ে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিলারদের নগদ লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি "কালেকশন সেবা প্রদান চুক্তি" স্বাক্ষর করেছে আরব বাংলাদেশ (এবি) ব্যাংক।
এবি ব্যাংকের হেড অব বিজনেস ইফতেখার এনাম আওয়াল এবং ন্যাশনাল পলিমারের চিফ ফিনানসিয়াল অফিসার আবু জাফর (এফসিএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানসিয়াল অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আমিনুর রহমান এবং ন্যাশনাল পলিমারের হেড অফ কর্পোরেট ফিনান্স মোহাম্মাদ মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                