নয় মাস ধরে ইস্পাতের নিট আমদানিকারক ভারত

নয় মাস ধরে ইস্পাতের নিট আমদানিকারক ভারত

ইস্পাত রফতানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ভারত। কিন্তু বেশ কয়েক মাস ধরেই দেশটি রফতানির চেয়ে ইস্পাত আমদানি করছে বেশি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) ধাতুটির নিট আমদানিকারক ছিল দক্ষিণ এশিয়ার এ দেশ।


অর্থনীতিতে গতি ফেরার পাশাপাশি স্থানীয় উৎপাদনের তুলনায় ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বাড়াতে ভূমিকা রেখেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে নভেম্বর পর্যন্ত আরোপিত রফতানি শুল্ক। নয় মাসে রফতানির তুলনায় নয় লাখ টন বেশি আমদানি হয়েছে। চীন থেকে আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে।


ভারতীয় ইস্পাত মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত বছরের এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত দেশটি ৫৬ লাখ টন ইস্পাত আমদানি করে। একই সময় রফতানি করা হয় ৪৭ লাখ টন। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ২৬ শতাংশ। বিপরীতে রফতানি ২ শতাংশ কমেছে।


সরকারি এক কর্মকর্তা জানান, ডিসেম্বরে ইস্পাতের ওপর থেকে শুল্ক তুলে নেয়া হয়। ফলে ওই মাসে রফতানি আগের মাসগুলোর চেয়ে বেড়ে যায়। ভারতের কারখানাগুলো আন্তর্জাতিক বাজার থেকে এখনো কিছু চাহিদা পাচ্ছে। বিশেষ করে ইউরোপের বাজারে ভারতীয় ইস্পাতের চাহিদা বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না