ইইউতে সয়াবিন আমদানি বেড়েছে

ইইউতে সয়াবিন আমদানি বেড়েছে

চলতি ২০২৩-২৪ মৌসুমের প্রথমার্ধে সয়াবিন বাদে অন্যান্য তেলবীজ ও ভোজ্যতেল আমদানি কমেছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।


তথ্য অনুযায়ী, এ সময় সয়াবিন আমদানি বেড়েছে ১ শতাংশ। গত ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লাখ টনে। ২০২২-২৩ মৌসুমের একই সময়ে ৫৯ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি করেছিল ইইউ। এ বছর সবচেয়ে বেশি ৩২ লাখ ২৩ হাজার ৬৪৭ টন সয়াবিন আমদানি করেছে যুক্তরাষ্ট্র থেকে। খবর বিজনেস রেকর্ডার।


অন্যদিকে গত ছয় মাসে ২৮ লাখ ৪০ হাজার টন সরিষা আমদানি করেছে ইইউ। আগের মৌসুমের একই সময়ে তেলবীজটির আমদানির পরিমাণ ছিল ৩৯ লাখ ৭০ হাজার টন। এ হিসেবে বছরের ব্যবধানে ২০২৩-২৪ মৌসুমে সরিষা আমদানি কমেছে ২৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮ লাখ ৩৪ হাজার ৪৪২ টন সরিষা কিনেছে ইউক্রেন থেকে।


এদিকে সয়ামিল আমদানিও ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫ লাখ ৪০ হাজার টনে। ২০২২-২৩ মৌসুমের আমদানির পরিমাণ ছিল ৮৬ লাখ টন। এ হিসেবে সয়ামিলের আমদানি কমেছে ১০ লাখ টনেরও বেশি। একই সময়ে কমেছে পাম অয়েলে আমদানিও। সবচেয়ে বেশি সয়ামিল কিনেছে ব্রাজিল থেকে। গত ছয় মাসে ইউরোপের বাজারে ৫০ লাখ ২৬২ টন সয়ামিল সরবরাহ করেছে দক্ষিণ আমেরিকান এই দেশটি।


গত ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে ১৭ লাখ ৬০ হাজার টন পাম অয়েলে কিনেছে ইইউ। আগের বিপণন বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২০ লাখ ৪০ হাজার টন। এ হিসেবে ভোজ্যতেলটির আমদানি কমেছে ১৩ শতাংশ। এর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ১৫১ টন পাম অয়েলে এসেছে ইন্দোনেশিয়া থেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না