ভারতের সঙ্গে বাংলাদেশেও দেখা যাবে ‘ফাইটার’

ভারতের সঙ্গে বাংলাদেশেও দেখা যাবে ‘ফাইটার’

শাহরুখ খান দিয়ে শুরু, সালমান খান ও রণবীর কাপুরের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড তারকা গ্রিক গড খ্যাত হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি ‘ফাইটার’ ছবির সুবাদে দেশের সিনেমা হলে তাকে পাওয়া যাবে।


বিষয়টি নিশ্চিত করলেন ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার উদ্যোগেই দেশে হিন্দি ছবির আমদানি শুরু হয়েছে গেলো বছর। এবার তিনি হৃতিকের নতুন ছবিটি নিয়ে আসছেন।


মামুন বলেন, রোববার (২১ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছি। ফলে ‘ফাইটার’ নিয়ে বড় কোনও প্রতিবন্ধকতা আর নেই। কেবল সেন্সর বাকি, সেটাও দ্রুত হয়ে যাবে। ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকও ছবিটি দেখতে পারবেন।


আরও একটি চমকপ্রদ তথ্য দিলেন মামুন, এত দিন হিন্দি ছবিগুলো টু-ডি ভার্সনে মুক্তি পেয়েছে। এবার ‘ফাইটার’র মাধ্যমে যুক্ত হচ্ছে থ্রি-ডি ভার্সনও। অবশ্য থ্রি-ডি ভার্সন কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে। কারণ সিঙ্গেল স্ক্রিনে এই প্রযুক্তি এখনও আসেনি।


উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটে ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম১৮ স্টুডিওস।


এদিকে ভারতে ছবিটি ঘিরে দর্শকের মনে বেশ আগ্রহ। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে দেদার। রোববার (২১ জানুয়ারি) দুপুর নাগাদ ভারতে ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা চমকপ্রদ আকার ধারণ করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার