এই শীতে অনলাইনে ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, রুম হিটার, ট্যাবলেট, রাউটার, ল্যাপটপ ও এসি কিনে পেমেন্ট বিকাশ
করলেই গ্রাহকরা পাচ্ছেন ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
ওয়ালটন প্লাজা ডটকম ডট বিডি অথবা ইপ্লাজাডটকম ডট ওয়ালটনবিডি ডটকম থেকে প্রোডাক্ট ক্যাটাগরির ভিত্তিতে একজন গ্রাহক একটি লেনদেনে সর্বোচ্চ ১৭ হাজার ১৬০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত অফার চলাকালীন একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার লেনদেন করতে পারবেন।
ডিসকাউন্ট পেতে হলে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে উল্লেখ্য মার্চেন্ট অ্যাকাউন্টে সফলভাবে পেমেন্ট করতে হবে।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                