বস্ত্র ও পাট খাতের বাণিজ্যে প্রসার চায় ভারত

বস্ত্র ও পাট খাতের বাণিজ্যে প্রসার চায় ভারত
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উন্নয়ন চায় ভারত বলেছেন ঢাকায় নিযুক্ত দিল্লির নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় নবনিযুক্ত দূত এ আগ্রহের কথা জানিয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অহিংস ও শান্তিপূর্ণ নীতি সম্পর্কে প্রচার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই আলোচনায় ভারতীয় হাইকমিশনার জানান, ভারত আন্তরিকভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য তারা বস্ত্র ও পাট খাতে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসার ঘটাতে চায়।

এ সময় মন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে আশ্বস্ত করে বলেন,বর্তমানে বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে, যার খুব সামান্য অংশই ভারতে রফতানি হয়। বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য ভারতে রফতানি করতে চায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো