বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
ইসলামী ব্যাংকের হয়ে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন।
জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মোঃ ইকবাল বাহার এবং ইসলামী ব্যাংকের সিএফও মোঃ ফরিদ উদ্দীন জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই