দুই মাসের সর্বোচ্চে মালয়েশীয় পাম অয়েলের দাম

দুই মাসের সর্বোচ্চে মালয়েশীয় পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারদরে এমন উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানান পর্যবেক্ষকরা।


বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল এপ্রিলে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ৪৪ রিঙ্গিত বা ১ দশমিক ১১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৯৯২ রিঙ্গিতে (৮৪৪ ডলার ১৫ সেন্ট), যা গত বছরের ১৬ নভেম্বরের পর সর্বোচ্চ।


পাম অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া বিশ্লেষকরা জানান, চলতি মাসে দেশটিতে উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। ফলে মজুদে টান পড়তে পারে। এমন আশঙ্কায় দাম আরো বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।


কুয়ালালামপুর আগামী ফেব্রুয়ারির জন্য পাম অয়েলের রফতানি শুল্ক ৮ শতাংশে বহাল রেখেছে। তবে ন্যূনতম মূল্য কমানো হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।


এদিকে চলতি মাসে কমলেও বছরজুড়ে উৎপাদন ঊর্ধ্বমুখী থাকার আভাস মিলেছে। এমপিওবি বলছে, শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাতসংশ্লিষ্টরা। বাড়তে পারে রফতানিও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না