8194460 বসের ফোনকল উপেক্ষা করতে অস্ট্রেলিয়ায় নতুন আইন - OrthosSongbad Archive

বসের ফোনকল উপেক্ষা করতে অস্ট্রেলিয়ায় নতুন আইন

বসের ফোনকল উপেক্ষা করতে অস্ট্রেলিয়ায় নতুন আইন
অফিসের কাজ শেষে বসদের অযৌক্তিক ফোনকল ও মেসেজ গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন অস্ট্রেলিয়ার কর্মজীবীরা। ফলে তাঁদের শাস্তির মুখোমুখি হতে হবে না। এ ব্যাপারে অস্ট্রেলিয়ায় নতুন আইন হচ্ছে। নতুন আইন অনুযায়ী, নিয়োগকর্তারা নিয়ম ভঙ্গ করলে উল্টো তাঁদের শাস্তির মুখোমুখি হতে হবে।

এটাকে বলা হচ্ছে, ‘রাইট টু ডিসকানেক্ট’ বা বিযুক্ত থাকার অধিকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার শিল্প সম্পর্কে যে পরিবর্তন আনতে যাচ্ছে, সেই আইনের একটি অংশ হচ্ছে এই ‘রাইট টু ডিসকানেক্ট’। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বলেছে, এটি কর্মীদের অধিকার সুরক্ষার পাশাপাশি তাঁদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য আনতে সহায়তা করবে।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। যেমন ইউরোপের ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য কিছু দেশে কর্মীদের ফোন ও ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখার অধিকার দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সিনেটরদের একটি বড় অংশ ইতিমধ্যে এই আইনের পক্ষে অবস্থান নিয়েছেন বা সমর্থন জানিয়েছেন। দেশটির কর্মসংস্থানমন্ত্রী টনি বার্ক গত বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি ক্ষমতাসীন মধ্যবামপন্থী লেবার পার্টির নেতা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি সাংবাদিকদের বলেন, এই আইন হলে কর্মীদের কর্মসময়ের বাইরে বিনা পারিশ্রমিকে ওভারটাইম করানো যাবে না। মূল কথা হলো, কোম্পানি কর্মীদের ২৪ ঘণ্টার জন্য বেতন দিচ্ছে না, ফলে কেউ যদি ২৪ ঘণ্টা অনলাইনে না থাকেন বা সর্বক্ষণ তাঁকে পাওয়া না যায়, সে জন্য জরিমানা করা যাবে না।

চলতি সপ্তাহের শেষ দিকে এই বিল অস্ট্রেলিয়ার সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিলে আরও যা যা থাকছে, তা হলো, খণ্ডকালীন কর্মী থেকে স্থায়ী কর্মী হওয়ার পথ বা প্রক্রিয়া আরও পরিষ্কার করা এবং সাময়িক কর্মী ও ট্রাকচালকদের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা।

জানা যায়, অস্ট্রেলিয়ার নাগরিকেরা প্রতিবছর গড়ে প্রায় ছয় সপ্তাহ বিনা পারিশ্রমিকে কাজ করেন। অর্থমূল্যে পরিমাপ করা হলে যার পরিমাণ দাঁড়ায় ৬০ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ৬ হাজার ১৩ কোটি ডলার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না