যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে আড়াই শতাংশ

যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে আড়াই শতাংশ
যুক্তরাজ্যে টানা চার মাস ধরে বাড়ছে বাড়ির দাম। গত জানুয়ারিতে দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৩ সালের একই সময়ের পর সবচেয়ে বেশি দাম বৃদ্ধির রেকর্ড। মূলত নিম্ন মর্টগেজ রেট ও মূল্যস্ফীতির চাপ কমায় বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার আস্থা বেড়েছে।

ব্রিটিশ মর্টগেজ প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাজ্যের বৃহত্তম মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে টানা চতুর্থ মাসের মতো বাড়ির দাম বেড়েছে। গত ডিসেম্বরে বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। দেশটির গড় বাড়ির দাম এখন ২ লাখ ৯১ হাজার পাউন্ড, যা ডিসেম্বরের তুলনায় ৩ হাজার ৯০০ পাউন্ড বেশি।

সম্প্রতি আবাসন খাতের কার্যক্রম ও দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখনো সুদহার বেশি। যার প্রভাব চাহিদা ও সরবরাহের ওপর পড়তে পারে। চলমান পরিস্থিতিতে তৈরি হওয়া এ চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে দিয়েছে হ্যালিফ্যাক্স। প্রতিষ্ঠানটি জানায়, আগামীতে বাড়ি কেনা সম্ভবত অনেকের জন্য কঠিন। পাশাপাশি বাড়ির দাম ধীরে ধীরে কমবে। এ কারণে সামগ্রিক অর্থনীতি পরবর্তী কোন দিকে যাচ্ছে তা এখনো অনিশ্চিত।

২ দশমিক ৫ শতাংশ বার্ষিক দাম বৃদ্ধির পেছনে লন্ডন ও দক্ষিণ-পূর্ব লন্ডনের বাইরের এলাকারগুলোর অবদান রেখেছে। এ বাজারগুলোয় বাড়ির দাম এখনো পরিবর্তনশীল।

এখাতে নর্দান আয়ারল্যান্ডে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এখানে গড় বাড়ির দাম ১ লাখ ৯৫ হাজার ৭৬০ পাউন্ডে উন্নীত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েলস বার্ষিক ৪ শতাংশ হারে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে দুর্বল সরবরাহ ও নতুন বাড়ি নির্মাণের সংখ্যা কমে যাওয়ায় নর্দান আয়ারল্যান্ডে বাড়ির দাম বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না