চীনের চা রফতানি কমেছে ১৬ শতাংশের বেশি

চীনের চা রফতানি কমেছে ১৬ শতাংশের বেশি

২০২৩ সালে অর্থমূল্যে চীনের চা রফতানি আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো রফতানিতে বড় আকারের নেতিবাচক প্রবৃদ্ধি দেখল দেশটি। পাশাপাশি পরিমাণের দিক থেকে রফতানি কমেছে ২ শতাংশ। দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


চীন বিশ্বের শীর্ষ চা রফতানিকারক। ২০২৩ সালে বৈশ্বিক চা রফতানির ২৬ দশমিক ৫ শতাংশই ছিল দেশটির দখলে। এ সময় চীন ১৭৪ কোটি ডলারের চা রফতানি করে। রফতানির পরিমাণ ছিল ৩৬ কোটি ৭৫ লাখ কেজি। ২০২২ সালে অর্থমূল্যে রফতানি ৯ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। এর মধ্যে গ্রিন টি রফতানি সবচেয়ে বেশি কমে ১৪০ কোটি ডলারে নামে, গত বছর যা আরো কমে ১২০ কোটি ডলারে ঠেকেছে।


করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর চীনের অর্থনীতি পুরোপুরিভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনীতিতে ধীরগতি অন্যান্য খাতের মতো নেতিবাচক প্রভাব ফেলেছে চা রফতানিতেও। গত বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পানীয় পণ্যটির রফতানি ছিল অনেক কম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না