বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। এ সময়ে মূল্যবান ধাতুটির দর কমেছে কমপক্ষে ১০ ডলার। বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২০০ টাকা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনে চন্দ্র নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ফলে দেশটির বাজার বন্ধ রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় সম্পদের আকর্ষণ কমেছে।

পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩২ ডলার ৭৬ সেন্টে। আগের শুক্রবার যা ছিল ২০৩৮ ডলার ৫৯ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দরে পতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ৬ ডলার।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য স্থিতিশীল আছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৭০ সেন্টে। আগের শুক্রবার তা ছিল ২০৫৭ ডলার ১০ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দর হারিয়েছে অন্তত ১০ ডলার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না