নির্বাচনের পরদিন পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

নির্বাচনের পরদিন পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন

জাতীয় নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক অনিশ্চয়তায় পাকিস্তানের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লেনদেনের শুরুতেই এ পতন ঘটে। তবে পরবর্তী সময়ে সূচকের কিছুটা পুনরুদ্ধার হয়।


শুক্রবার সকালে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক কেএসই-১০০ আগের দিনের চেয়ে ২ হাজার ২৭৮ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। পরে সূচকের কিছুটা পুনরুদ্ধার হয়, সূচক উঠে আসে ৬২ হাজার ৪২৩ দশমিক ৬০ পয়েন্টে। গতকাল দিনশেষে এ সূচকের অবস্থান ছিল ৬৪ হাজার ১৪৩ দশমিক ৮৭ পয়েন্ট।


গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানকে ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাধিক মামলায় শাস্তি পাওয়ার কারণে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। জনগণের একটি বড় অংশের বিশ্বাস সেনাবাহিনীর হস্তক্ষেপে ইমরানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। ইমরান ও তার দল পিটিআইকে ঠেকানোর লক্ষ্যে সেনাবাহিনী নানা আয়োজন করে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না