উবারের নিট মুনাফা বেড়েছে ১৪০ শতাংশ

উবারের নিট মুনাফা বেড়েছে ১৪০ শতাংশ

গ্রস বুকিং বাড়ার কারণে ২০২৩ সালে শেষ প্রান্তিকে নিট মুনাফা বছরওয়ারি ১৪০ শতাংশ বেড়েছে অতি পরিচিত অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং কোম্পানি উবারের।


গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট আয় ছিল ১৪০ কোটি ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৯ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া পরিচালন আয় দাঁড়ায় ৬৫ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে কোম্পানিটি ১৪ কোটি ২০ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছিল।


ক্যালিফোর্নিয়া- ভিত্তিক উবারের চতুর্থ প্রান্তিকে আয় বার্ষিক হিসেবে ১৫ শতাংশ বেড়ে ৯৯০ কোটি ডলারের বেশি হয়েছে। যদিও বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৯৭০ কোটি ডলার।


প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ অর্থবছরে উবারের নিট মুনাফা হয়েছে ১৯০ কোটি ডলার। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে আয় ১৭ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৭২৯ কোটি ডলার।


উবারের প্রধান নির্বাহী দারা খসরুশাহী বলেন, ২০২৩ সাল উবারের জন্য গুরুত্বপূর্ণ বছর ছিল। বছরটি প্রমাণ করে যে আমরা শক্তিশালী ও লাভজনক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারব। আমাদের গ্রাহকদের সংখ্যা দিন দিন বাড়ছে। উবার প্লাটফর্ম ২০২৩ সালে দৈনিক গড়ে প্রায় ২ কোটি ৬০ লাখ ট্রিপ পরিচালনা করেছে।


উবারের মোবিলিটি ও ডেলিভারি বিভাগের সম্মিলিত আয় বছরওয়ারি ২২ শতাংশ বেড়ে চতুর্থ প্রান্তিকে ৮৭০ কোটি ডলারে পৌঁছেছে। কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকের মোট ট্রিপের পরিমাণ ছিল ২৬০ কোটি। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় ১১ লাখ ৬০ হাজার ট্রিপ পরিচালিত হয়েছে। মাসিক সক্রিয় গ্রাহক পৌঁছেছে ১৫ কোটি, বছরওয়ারি এ বৃদ্ধির হার ১৫ শতাংশ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না