ইউরোপে পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ বেড়েছে ৪১ শতাংশ

ইউরোপে পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ বেড়েছে ৪১ শতাংশ

জানুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগের মাসের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২ কোটি ঘনফুটে। রুশ জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের তথ্য বিশ্লেষণে এমনটা জানা গেছে।


গ্যাজপ্রমের দেয়া তথ্য অনুসারে, পাইপলাইনের মাধ্যমে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপ ও মলদোভায় পাঠানো হয়েছে ১২৯ কোটি ঘনফুট। এক বছরের ব্যবধানে এ পাইপলাইন দিয়ে সরবরাহ বেড়েছে ৩২ শতাংশ। বাকি গ্যাস সরবরাহ করা হয়েছে তুর্কস্ট্রিম পাইপলাইন ব্যবহার করে।


সরবরাহ বাড়ার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইউরোপের দেশগুলোর ঠাণ্ডা আবহাওয়া রুশ পাইপলাইন গ্যাস আমদানি বাড়াতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।


রাশিয়া থেকে মধ্য ও পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহের জন্য বর্তমানে শুধু ইউক্রেন ও তুর্কস্ট্রিম পাইপলাইন চালু আছে। ইউক্রেনের ভেতর দিয়ে পাইপলাইনে গ্যাস পরিবহনের জন্য দেশটির সঙ্গে রাশিয়ার পাঁচ বছরের একটি চুক্তি রয়েছে। এ চুক্তি চলতি বছর শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় গ্যাজপ্রম ২০২০ সালে ৬ হাজার ৫০০ কোটি ঘনফুট এবং ২০২১-২৪ পর্যন্ত বছরে ৪ হাজার কোটি ঘনফুট গ্যাস ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে সরবরাহের জন্য সম্মত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না