বিশ্ববাজারে কমেছে তামার দাম

বিশ্ববাজারে কমেছে তামার দাম

ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তামার দাম। চান্দ্রবর্ষের ছুটি শেষে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা গতিশীল হওয়া নিয়েও উদ্বেগ দেখা গেছে।


লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মঙ্গলবার তামার তিন মাস সরবরাহ চুক্তির দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৪১৫ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া তামার সরবরাহ চুক্তির দামও দশমিক ২ শতাংশ কমে নেমেছে ৬৮ হাজার ২৭০ ইউয়ানে (৯ হাজার ৪৮৪ ডলার ৪৫ সেন্ট)।


বিশ্লেষকরা বলছেন, শীত শেষে অবকাঠামো নির্মাণ গতিশীল হয়ে উঠলে এ খাতে তামার চাহিদা আবারো বাড়তে পারে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতও চাহিদায় রসদ জোগাতে পারে। কিন্তু চীনে বর্তমান ধীর অর্থনৈতিক পরিস্থিতির কারণে এসব সম্ভাবনা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। দেশটির অর্থনীতি গতিশীল হলে তামার বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠবে বলেও জানান তারা।


এদিকে সাম্প্রতিক সময়ে কমলেও দুই বছরের মধ্যে ধাতুটির দাম ৭৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সরবরাহ ও চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের কারণে দাম আকাশচুম্বী হয়ে উঠবে বলে জানান তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না