রয়টার্স জানিয়েছে, ইউএইর তিনটি প্রধান সার্বভৌম বিনিয়োগ তহবিলের মধ্যে একটি হলো এডিকিউ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা মিসরের রাস এল হেকমা উপদ্বীপের উন্নয়নের জন্য নেওয়া মেগা প্রকল্পে এ বিনিয়োগ করবে। কায়রো থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে রাস এল হেকমা অবস্থিত।
এ উপলক্ষে গতকাল শুক্রবার ইউএইর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মিসর।
চুক্তি স্বাক্ষরের পরে এক সংবাদ সম্মেলনে মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেন, এডিকিউর সঙ্গে করা এই চুক্তি মিসরের জন্য পরবর্তী সময়ে আরও ১৫ হাজার কোটি (১৫০ বিলিয়ন) ডলারের বিনিয়োগ নিয়ে আসতে পারে।
এ বিনিয়োগের মাধ্যমে নানা কারণে অর্থনৈতিক চাপে থাকা মিসর কিছুটা স্বস্তি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে এই বিনিয়োগ চুক্তির ইতিবাচক ফল দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগ চুক্তি ঘোষণার সংবাদে শুক্রবার মিসরের সার্বভৌম ডলার বন্ডের দাম বেড়েছে।
হাইড্রোকার্বন খাতের বাইরে বড় আকারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসর। ২০২৩ সালের জুনে শেষ হওয়া সর্বশেষ আর্থিক বছরে দেশটিতে নেট এফডিআই ছিল ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার। সে বিবেচনায় ইউএইর বিনিয়োগ দেশটির জন্য বড় সুসংবাদ বলা যায়।
অর্থসংবাদ/এমআই