রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের একজন মুখপাত্র পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার বিশাল জ্বালানি খাতের নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার নোভাক।
রুশ সংবাদমাধ্যম আরবিসি প্রথম এই নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ করেছে। অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে আরবিসি বলেছে, গত ২১ ফেব্রুয়ারি পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কাছে চিঠি লিখেছিলেন নোভাক। পরে প্রধানমন্ত্রী পেট্রল রপ্তানির নিষেধাজ্ঞায় অনুমোদন দেন।
দেশটির একটি সূত্র রয়টার্সকে বলেছে, পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও এই বিষয়ে কোনও আদেশ জারি করা হয়নি। চিঠিতে নোভাক বলেছিলেন, পেট্রলের অত্যধিক চাহিদা পূরণ ও দেশীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আগামী ১৫ থেকে ১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশটিতে জ্বালানির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কিছু তেল শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন হ্রাস পেয়েছে। যে কারণে গাড়িচালক ও কৃষকদের জন্য পেট্রলের দাম অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে।
আরবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত ইউরাশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) সদস্য দেশগুলোর জন্য কার্যকর হবে না। এসব দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান এবং জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া আবখাজিয়া ও সাউথ ওসেটিয়া।
অর্থসংবাদ/এমআই