জেনেভা মোটর শোর উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়। প্রায় চার বছর পরে আন্তর্জাতিক অঙ্গনে এ পুরস্কার ঘোষণা করা হলো।
ফরাসি বিদ্যুচ্চালিত এসইউভি বিএমডব্লিউ ৫ সিরিজ ও পিউশো ৩০০৮-এর সঙ্গে প্রতিযোগিতায় ছিল বিওয়াইডি সিল, কিয়া ইভি৯, টয়োটা সি-এইচআর ও ভলভো এক্স৩০-এর চারটি মডেল। সবাইকে পেছনে ফেলে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে বিএমডব্লিউ ও পিউশো।
ভোট অনুসারে, রেনো মডেলটি তুরস্ক, হাঙ্গেরি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি, লুক্সেমবার্গ ও বেলজিয়ামে জনপ্রিয়। এটি দেখতে পারিবারিক গাড়ির মতো। এর রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক ইঞ্জিন।
রেনো সিনিক ই-টেক মডেলটির দাম ও চাহিদার কারণে টেসলা মডেল ওয়াইয়ের একটি প্রতিযোগী হয়ে উঠেছে। ফরাসি ব্র্যান্ডের মডেলটির রয়েছে শক্তিশালী বৈদ্যুতিক দীর্ঘ-রেঞ্জ ব্যাটারি। এটি টানা ৩৭৯ মাইল (৬১০ কিলোমিটার) পর্যন্ত চলতে পারে। ফ্রান্সে মডেলটির প্রারম্ভিক মূল্য ৩৯ হাজার ৯৯০ ইউরো।
ইভেন্টটি জনসাধারণের জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৪ পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভার প্যালেক্সপোতে উন্মুক্ত থাকবে। এ বছরে ইভেন্টটিতে ১৫টি গাড়ির প্রিমিয়ার হওয়ার কথা।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                