তুলার বৈশ্বিক দাম বেড়েছে ১৫ শতাংশ

তুলার বৈশ্বিক দাম বেড়েছে ১৫ শতাংশ
বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়লেও সরবরাহ সংকোচনের মুখে। ফলে বছরজুড়ে পোশাক উৎপাদন খাতের কাঁচামালটির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তুলার বৈশ্বিক দাম বেড়েছে ১৫ শতাংশেরও বেশি। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ভারত বিশ্বের অন্যতম শীর্ষ তুলা রফতানিকারক। ২০২২-২৩ মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) সেখানে পণ্যটির রফতানি রেকর্ড সর্বনিম্নে নেমে গিয়েছিল। রফতানির পরিমাণ ছিল ১৫ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ১৭০ কেজি)। তুলার বৈশ্বিক দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে চলতি মৌসুমে রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) বর্তমানে দেড় বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে তুলা। ভবিষ্যতে দাম আরো বাড়ার সম্ভাবনায় বিনিয়োগকারীরা তুলার সরবরাহ চুক্তির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। উদ্দেশ্য বাজার থেকে বাড়তি লাভ তুলে নেয়া। বিষয়টি সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে প্রধান প্রভাবকের কাজ করেছে। পাশাপাশি পণ্যটির বলিষ্ঠ চাহিদাও মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে।

আইসিইতে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা লেনদেন হচ্ছে ৯৪ দশমিক ৪২ সেন্টে। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) একই সরবরাহ চুক্তিতে প্রতি ক্যান্ডির (প্রতি ক্যান্ডিতে ৩৫৬ কেজি) মূল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ১৫০ রুপিতে। দেশটির সংকর-৬ জাতের রফতানি বাজার আদর্শ তুলা প্রতি ক্যান্ডি বেচাকেনা হচ্ছে ৫৭ হাজার ৯০০ রুপিতে।

ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে ভারত, চীন, পাকিস্তান ও তুরস্কের তুলা আমদানি কমে যেতে পারে। অন্যদিকে ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া থেকে রফতানিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না