বিদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করলো সৌদি

বিদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করলো সৌদি

বিদেশী দক্ষ জনশক্তির দিকে নজর এখন সৌদি আরবের। এ পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে একাধিক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এখন নতুন ভিসা স্কিমের মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে চাইছে সৌদি আরব। খবর অ্যারাবিয়ান বিজনেস।


প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ থেকে শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এবং দেশটিতে উচ্চ শিক্ষা গ্রহণের হার বাড়াতে স্টাডি ভিসার আওতায় নতুন কর্মসূচি চালু করেছে।


এ বিষয়ে সহযোগিতা করছে সৌদি সরকারের অনলাইন প্লাটফর্ম ‘স্টাডি ইন সৌদি’। সেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করা হচ্ছে। নতুন ভিসা সুবিধা গ্রহণ করার শুরুতেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে সে আবেদন গৃহীত হওয়ার পর স্টাডি ভিসার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।


প্লাটফর্মটিতে উঠে আসা তথ্য অনুযায়ী, দেশটিতে স্নাতক অর্জনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখের বেশি। বর্তমানে সৌদি আরবে ১৭০টির বেশি দেশের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। সৌদি আরবে স্টাডি ভিসায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশ স্নাতক, ১২ শতাংশ মাস্টার্স ও পিএইচডি এবং ৮ শতাংশ ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমার সঙ্গে যুক্ত।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না