কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আজ জানা যাবে

কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আজ জানা যাবে

অবশেষে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পেতে চলেছে পাকিস্তান। আজ রবিবার দেশটির জাতীয় পরিষদে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এতে শরিফ-জারদারি জোট থেকে প্রার্থী হচ্ছেন শাহবাজ শরিফ এবং ইমরান খানের সমর্থকদের মধ্যে প্রার্থী হচ্ছেন ওমর আইয়ুব খান।


আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হচ্ছে।


এদিন পিএমএলএন-পিপিপির নেতৃত্বে সাত দলীয় জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরিফ। আর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি ও ইমরান খানের দল পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব খান। তিনি অবশ্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ব্যানারে প্রার্থী হচ্ছেন। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এই দলের পতাকাতলে পাকিস্তানের জাতীয় পরিষদে উপস্থিত হবেন।


জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যেকোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হবে।


তবে, নওয়াজ শরিফের ছোট ভাই ও পিএমএল-এন নেতা শাহবাজই যে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন, তা প্রায় নিশ্চিতই বলা চলে। পাকিস্তানি দৈনিক দ্য নিউজের খবর অনুসারে, জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০০’র বেশি ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না