জ্বালানি তেল রফতানি বেড়েছে ভেনিজুয়েলার

জ্বালানি তেল রফতানি বেড়েছে ভেনিজুয়েলার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি বেড়েছে। এ সময় দেশটির রফতানির পরিমাণ ছিল দৈনিক ৬ লাখ ৭০ হাজার ব্যারেল। যদিও চলমান শিপিং বিলম্ব রফতানির অপেক্ষায় থাকা আরো অনেক ট্যাঙ্কারকে বাধাগ্রস্ত করেছে বলে বন্দর সূত্র জানিয়েছে। রফতানিসংক্রান্ত নথি ও বন্দরে জাহাজ পর্যবেক্ষণের তথ্যে এ চিত্র উঠে এসেছে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বৈরী সম্পর্ক তেলসমৃদ্ধ ভেনিজুয়েলার। ফলে দেশটির জ্বালানি তেল খাতের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা দিয়ে আসছে ওয়াশিংটন। মাঝে কিছুদিনের বিরতি পেয়ে ভেনিজুয়েলার রাষ্ট্র পরিচালিত জ্বালানি সংস্থা পিডিভিএসএর গ্রাহকরা ট্যাঙ্কার ভেড়াতে শুরু করেছে দেশটির বন্দরগুলোয়।


পিডিভিএসএ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কার্গো সরবরাহ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, চলমান লাইসেন্সের মেয়াদ শেষ হলে ১৮ এপ্রিল থেকে বিধিনিষেধ ফের চালু হতে পারে।


যৌথ উদ্যোগের মধ্যে পিডিভিএসএ গত ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে ৬ লাখ ৭১ হাজার ১৪০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে, যা আগের মাস জানুয়ারি থেকে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি। ভেনিজুয়েলার রফতানীকৃত এসব জ্বালানি তেলের সিংহভাগই গেছে এশিয়ার দেশগুলোয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না