দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ উপশাখা উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। রবিবার (৩ মার্চ) সংসদ সদস্য মোহাম্মদ শিবলী সাদিক ব্যাংকটির এ শাখা উদ্বোধন করেন।
উপজেলার আফতাবগঞ্জ বাজারের স্নেহা কমপ্লেক্সে ব্যাংকটির শাখা স্থাপিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন আফতাবগঞ্জ উপশাখার ইনচার্জ মো. ফেরদৌস আহমাদ।
উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজম, রংপুর শাখার ম্যানেজার মো. রাশেদ মাহাবুব রাব্বান, দিনাজপুর শাখার ম্যানেজার এটিএম নূর নবী সরকার, বগুড়া শাখার ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                