পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৯ জনের প্রাণহানি

পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৯ জনের প্রাণহানি

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু। আর আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। খবর আল-জাজিরার।


আল জাজিরার প্রতিবেদন মতে, পাকিস্তানের তিন প্রদেশ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মিরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে তিন প্রদেশ মিলে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাহাড়ি এই প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে।


খবরে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে প্রদেশের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে। ভূমিধসে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু সড়ক।


এদিকে আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত বেলুচিস্তানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ, গিলগিট ও স্কারদু শহরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।


এছাড়া স্কারদু, শিগার, খারমং ও ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না