যুক্তরাষ্ট্র গত বছর রেকর্ড পরিমাণ এলএনজি রপ্তানি করেছিল। এর মধ্য দিয়ে দেশটি কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রফতানিকারক দেশগুলোর তালিকায় প্রথম স্থানে উঠে আসে। চলতি বছরও দেশটি এ অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য বলছে, জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৮৩ লাখ টন এলএনজি রপ্তানি করেছিল। ফেব্রুয়ারিতে রফতানি ৭৭ লাখ ৩০ হাজার টনে নেমে যায়।
খাতসংশ্লিষ্টরা জানান, টেক্সাসে ফ্রিপোর্ট এলএনজির তিনটি তরলীকরণ প্লান্টের একটিতে সংকটের কারণে রফতানি নিম্নমুখী হয়ে পড়ে। ইলেক্ট্রিক মোটরের সমস্যার কারণে প্রায় এক মাস ধরে প্লান্টটি বন্ধ।
কোম্পানিটি জানিয়েছে, আগামী আরো দুই সপ্তাহ এটি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকতে পারে। ফলে চলতি মাসেও রফতানি নিম্নমুখী প্রবণতায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে অঞ্চলটিতে ৪৬ লাখ ২০ হাজার টন এলএনজি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। আগের মাসের তুলনায় রফতানি প্রায় সাড়ে পাঁচ লাখ টন কমেছে। তবে এশিয়ায় রফতানি হিস্যা বেড়েছে।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                