সফল প্রতিস্থাপনে নারীর দুটি হাত পেলেন দুর্ঘটনাকবলিত চিত্রশিল্পী

সফল প্রতিস্থাপনে নারীর দুটি হাত পেলেন দুর্ঘটনাকবলিত চিত্রশিল্পী
একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুটি হাতই হারিয়েছিলেন ভারতীয় চিত্রশিল্পী রাজ কুমার। তবে অঙ্গ প্রতিস্থাপনে দিল্লির চিকিৎসকদের প্রথম সাফল্যে অচিরেই তিনি আবারও তুলিতে হাত রাখতে যাচ্ছেন। অঙ্গ দান করে যাওয়া এক নারীর দুটি হাত সফলভাবে যুক্ত হয়েছে রাজ কুমারের শরীরে।

এবিষয়ে আজ বুধবার এনডিটিভি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারই দিল্লির গঙ্গা রাম হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যাবেন ৪৫ বছর বয়সী রাজ কুমার। ২০২০ সালে একটি ট্রেন দুর্ঘটনায় তিনি তাঁর দুই হাত হারিয়েছিলেন।

দুর্ঘটনার পর একটি সুবিধাবঞ্চিত শ্রেণি থেকে উঠে আসা ওই চিত্রশিল্পী এখানেই জীবনের শেষ দেখছিলেন। কিন্তু তারপরই ঘটে অলৌকিক ঘটনা। তাঁর জন্য নতুন জীবন হয়ে আসে মীনা মেহতা নামে এক নারীর দুটি হাত।

দিল্লির একটি নামকরা স্কুলের সাবেক প্রশাসনিক প্রধান ছিলেন মীনা। তাঁকে ‘মস্তিষ্ক-মৃত’ ঘোষণা করেছিল চিকিৎসকেরা। জীবদ্দশায় তিনি তাঁর অঙ্গগুলো দান করে গিয়েছিলেন।

রাজ কুমার দুটি হাত পেলেও মীনা মেহতার কিডনি, লিভার ও কর্নিয়া অন্য তিনজনের জীবন বদলে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গ প্রতিস্থাপনের এই জটিল অস্ত্রোপচার দিল্লির চিকিৎসকদের কঠোর পরিশ্রমের দ্বারা সম্ভব হয়েছে। এই অস্ত্রোপচার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। দাতার হাত এবং প্রাপকের হাতের মধ্যে প্রতিটি ধমনি, পেশি, শিরা ও স্নায়ুকে সংযুক্ত করা হয়েছে এর মাধ্যমে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না