রয়টার্সের জরিপে বিশ্লেষকরা পূর্বাভাস করেছিলেন যে ফেব্রুয়ারিতে বার্ষিক মূল্যস্ফীতি ৬৫ দশমিক ৭ শতাংশে হবে। হোটেল, ক্যাফে ও রেস্তোরাঁর সম্মিলিত খাতে সর্বাধিক বার্ষিক মূল্যস্ফীতি ৯৪ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এছাড়া শিক্ষা খাতে ৯১ দশমিক ৮৪ শতাংশ, স্বাস্থ্য খাতে ৮১ দশমিক ২৫ ও পরিবহন খাতে ৭৭ দশমিক ৯৮ শতাংশে মূল্যস্ফীতি বেড়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে খাদ্য ও অ্যালকোহল মুক্ত পানীয়ের দাম বেড়েছে ৭১ দশমিক ১২ শতাংশ। জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির মূল্যস্ফীতির মাসিক পরিবর্তনের হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক গত মাসে ইঙ্গিত দিয়েছিল তারা আট মাসের দীর্ঘ সুদহার বৃদ্ধির চক্র শেষ করার কাছাকাছি রয়েছে। কিন্তু নতুন মূল্যস্ফীতির তথ্য আবারো উদ্বেগ তৈরি করছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংক আবারো সুদহার বাড়াতে পারে।
অর্থসংবাদ/এমআই