রোজার আগেই আমিরাতে পেঁয়াজের দাম কমবে ২০ শতাংশ

রোজার আগেই আমিরাতে পেঁয়াজের দাম কমবে ২০ শতাংশ

রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ভারত। এরই প্রভাবে আরব আমিরাতে রোজার আগে পেঁয়াজের দাম কমবে ২০ শতাংশ। টানা তিন মাস নিষেধাজ্ঞা থাকার পর এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ও আরব আমিরাতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত।


অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে অতি প্রয়োজনীয় এ পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ওই সময় ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আগে অক্টোবরে প্রথম নিষেধাজ্ঞা দেয় তারা। পরে তা আরও তিন মাস বাড়ানো হয়।


ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আরব আমিরাতে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ১ দশমিক ৫ দিরহাম থেকে ২ দিরহাম পর্যন্ত বৃদ্ধি পায়। তবে গত সপ্তাহ থেকে এই দাম ১ দিরহামের নিচে নেমে আসে। ভারতের বদলে তুরস্ক, ইরান এবং চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে আমিরাত।


কয়েক বছর আগে একটি অর্থনৈতিক চুক্তি করে ভারত ও আরব আমিরাত। এই চুক্তি অনুযায়ী, পেঁয়াজ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানির সিদ্ধান্ত নেয় আমিরাত।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না