এছাড়াও বিনিয়োগকারীদের ইজারা ফি, সরকারি অনুমতি এবং অনাপত্তিপত্রসহ বিভিন্ন ফি ডিজিটালি প্রদানের জন্য বেজার সাথে একটি পেমেন্ট গেটওয়ে চুক্তিও স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষায়িত পেমেন্ট গেটওয়ে চুক্তির ফলে বিনিয়োগকারীরা ব্র্যাক ব্যাংকের দ্রুত প্রসেসিং টাইমসম্পন্ন অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহারের মাধ্যমে ভিসা এবং মাস্টারকার্ডে নির্বিঘ্নে ডিজিটাল লেনদেন সুবিধা উপভোগ করতে পারবে।
এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম ফয়সাল হালিম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের উইনিট হেড আরিফ চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেজা ওএসএস সেন্টার হলো একটি সিঙ্গেল উইন্ডো, যা বিনিয়োগকারীদের বিস্তারিত ব্যবসায়িক তথ্য এবং লাইসেন্সিং সেবা প্রদান করে থাকে। এর ফলে বিনিয়োগকারীদের ব্যবসায়িক খরচ এবং লিড টাইম হ্রাস পায়। একক সেবার আওতায় এটি বিনিয়োগকারীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র, লাইসেন্স, অনুমোদন এবং অনাপত্তিপত্র (এনওসি) পেতে সহায়তা করে।
ওএসএস সেন্টারে এই ফ্রন্ট ডেস্ক স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এখানে একটি নিবেদিত টিম রাখবে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক এবং বেজার মধ্যে সম্পাদিত এই চুক্তি বাংলাদেশে ব্যবসায় সহজীকরণে ভূমিকা রাখবে। বেজা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে বেজার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ব্র্যাক ব্যাংক।
অর্থসংবাদ/এমআই