জাপানিজ রাবারের দাম সাত বছরের সর্বোচ্চে

জাপানিজ রাবারের দাম সাত বছরের সর্বোচ্চে

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দাম বাড়ার কারণ হিসেবে বাজারসংশ্লিষ্টরা জানান, আবহাওয়াসংক্রান্ত উদ্বেগ আরো ঘনীভূত হওয়ার পাশাপাশি চীনে গাড়ি উৎপাদনে শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রাবারের বাজারকে চাঙ্গা করে তুলেছে। পাশাপাশি প্রভাব রেখেছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও। এক সপ্তাহের ব্যবধানে জাপানে রাবারের দাম বেড়েছে ৪ শতাংশ।


ওসাকা এক্সচেঞ্জে শুক্রবার রাবারের আগস্টে সরবরাহ চুক্তির দাম ১৩ ইয়েন বা ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৩ ইয়েনে (২ ডলার ১২ সেন্ট), যা ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো পণ্যটির দাম বাড়ল। সাপ্তাহিক দাম বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রাবারের মে সরবরাহ চুক্তির দাম ৪৪৫ ইউয়ান বেড়ে টনপ্রতি ১৪ হাজার ২৫০ ইউয়ানে উন্নীত হয়েছে।


আবহাওয়াবিদরা বলছেন, থাইল্যান্ডে বৈরী আবহাওয়ার কারণে রাবার উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। আগামীতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি জাপানি রাবারের বাজারকে ঊর্ধ্বমুখী চাপের মুখে ফেলেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না