এর আগে কোনো ধরনের নিবন্ধন ছাড়াই ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে পারতেন আন্তর্জাতিক পর্যটকরা। এবার সেই সীমা বাড়িয়ে চার গুণ করা হয়েছে। এ পদক্ষেপ পর্যটকদের কেনাকাটা আরো সহজ করবে দেশটিতে।
কভিড-১৯ মহামারীকালে সীমান্তে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ আরোপ করে চীন, যা দেশটির অর্থনীতিকে ব্যাপক প্রভাবিত করে। এমনকি নিয়ন্ত্রণ তুলে নেয়ার পরও বিদেশী ভ্রমণকারীর সংখ্যা স্বাভাবিক হয়নি। শুধু পর্যটনই নয়, ব্যবসায়িক কারণেও দেশটিতে বড়সংখ্যক বিদেশী প্রবেশ করে। তাই বিদেশীদের প্রবেশে উৎসাহিত করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেইজিং।
প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ধিত লেনদেনের সীমা বিদেশী ভ্রমণকারীদের কেনাকাটা সহজ করে দিয়েছে। কারণ দেশটিতে দৈনন্দিন পর্যায়ে কেনাকাটার জন্য মোবাইল পেমেন্ট সর্বব্যাপী রূপ ধারণ করেছে। ফলে লেনদেনের সীমাকে এতদিন চাপ হিসেবে দেখা হচ্ছিল। এছাড়া মোবাইল পে ব্যবহারে নিবন্ধন পাওয়াও সহজ নয়। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে চীন কঠোর নীতি অনুসরণ করে, যা এ সেবা গ্রহণ কঠিন করে তুলেছিল।
অর্থসংবাদ/এমআই