৪ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

৪ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ‌্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।


সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।


এদিকে নাম প্রকা‌শে অনিচ্ছুক নতুন রেললাইন প্রক‌ল্পের দা‌য়িত্বরত একা‌ধিক কর্মকর্তা জানান, নতুন রেললাইনের রেলক্রসিং প‌য়েন্স (মেইনপ‌য়েন্স) করার সময় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের মাঝখা‌নের ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে রেললাইনের প্রায় ২০০ মিটার ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া রে‌লের ক্লিপ ভে‌ঙে গে‌ছে।


ট্রেনটি লাইনচ‌্যুত হওয়ায় মধ্যরা‌তে বিপা‌কে প‌ড়ে‌ছেন অনেক যাত্রী। ‌বি‌শেষ ক‌রে মঙ্গলবার সকা‌লে জেল পু‌লিশের (কারারক্ষী) মাঠ পরীক্ষা থাকায় বহু চাক‌রিপ্রার্থী বিপা‌কে প‌ড়ে‌ছেন। এসব চাক‌রিপ্রার্থী‌দের চো‌খেমু‌খে হতাশার ছাপ দেখা গে‌ছে।


জানতে চাইলে স্টেশন মাস্টার খায়রুল ইসলাম ব‌লেন, কী কার‌ণে ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে, সেটা এখনই সঠিক করে বলা যাচ্ছে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট