জাপানি রাবারের দাম ১৩ বছরের সর্বোচ্চে

জাপানি রাবারের দাম ১৩ বছরের সর্বোচ্চে

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়ে ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এ নিয়ে টানা প্রায় দুই সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী পণ্যটির বাজারদর। বাজার পর্যবেক্ষকরা জানান, প্রধান উৎপাদক দেশগুলোয় আবহাওয়া নিয়ে উদ্বেগ এবং শীত মৌসুম সত্ত্বেও তিন বছরের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করছে পণ্যটির বাজার।


ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) সম্প্রতি আগস্টে সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম ১৯ ইয়েন বা ৫ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৫২ ইয়েনে (২ ডলার ২৬ সেন্ট), যা ২০১১ সালের ২২ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।


একই সরবরাহ চুক্তিতে রাবারের সাপ্তাহিক দাম ১২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। ২০২০ সালের অক্টোবরের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি। এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৪৩৫ ইউয়ান বেড়ে ১৪ হাজার ৭৯০ ইউয়ানে উন্নীত হয়েছে।


সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ীরা জানান, থাইল্যান্ড, আফ্রিকা ও ভিয়েতনামসহ প্রধান উৎপাদক দেশগুলোয় বর্তমানে সরবরাহসংক্রান্ত জটিলতা বেড়েছে। তার ওপর কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে অব্যাহতভাবে বাড়ছে রাবারের দাম।


রাবারভিত্তিক তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান হেলিক্সট্যাপের সিইও ফারাহ মিলার বলেন, ‘‌থাইল্যান্ডের বাজার আদর্শ স্মোকড রাবার সিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। রফতানি গ্রেডের রাবার সিট ফ্রি অন বোর্ড চুক্তিতে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯৭ দশমিক ২২ বাথে। এদিকে চলতি সপ্তাহে ধারাবাহিকভাবে বেড়েছে স্মোকড রাবার সিটের দাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না