বিশ্ববাজারে কমেছে তামার দাম

বিশ্ববাজারে কমেছে তামার দাম

চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে তামার দাম। সম্প্রতি ধাতুটির বাজারদর বেড়ে ১১ মাসের সর্বোচ্চে উঠে গিয়েছিল।


বাজার পর্যবেক্ষকরা বলছেন, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৯০২ ডলারে। আগের দিন দাম কমেছিল প্রায় ১ দশমিক ২ শতাংশ।


বাজারের তথ্য অনুসারে, গত সোমবার এলএমইতে তামার দাম টনপ্রতি ৯ হাজার ২৫ ডলার ৫০ সেন্টে উঠে যায়, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। মূলত গত সপ্তাহে চীনের তামার বিগলন কেন্দ্রগুলো উৎপাদন কমানোর লক্ষ্যে একটি চুক্তি করলে বাজারে এমন উল্লম্ফন দেখা দেয়।


তবে বিনিয়োগকারীরা চীনের প্রপার্টি খাত নিয়ে এখনো উদ্বিগ্ন। এ খাতেই মূলত তামাসহ অন্যান্য শিল্প ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা জানান, চীনের বাজারে এখন তামার চাহিদা অনেকটাই দুর্বল। এর ফলে চাপের মুখে রয়েছে ধাতুটির বাজার। এছাড়া ডলারের শক্তিশালী বিনিময় হারও দাম কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না