আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৩ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। ফান্ডটির গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিডি থাই অ্যালুমিনিয়াম গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ০৭ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্সে ওয়ান দ্য ফার্স্ট স্কিম, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।