ভিয়েতনামে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে পেপসি

ভিয়েতনামে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে পেপসি
ভিয়েতনামে ৪০ কোটি ডলার বিনিয়োগে নতুন দুটি কারখানা খুলতে যাচ্ছে মার্কিন স্ন্যাকস ও পানীয় জায়ান্ট পেপসি। কারখানা দুটি নবায়নযোগ্য বিদ্যুৎশক্তি দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্স।

সম্প্রতি ৬০টিরও বেশি মার্কিন ব্যবসায়িক উদ্যোগের মিলিত প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করে। তিনদিনের ওই কর্মসূচিতে অংশ নেয় বৈশ্বিক পানীয় জায়ান্টটির স্থানীয় প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি সানটোরি পেপসিকো ভিয়েতনাম বেভারেজ। ওই আয়োজন থেকেই নতুন দুটি কারখানার খবর দিয়েছে দেশটির সরকার।

ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিনিয়োগের আওতায় দক্ষিণের লং আন প্রদেশে একটি কারখানা স্থাপন করা হবে। এতে খরচ হবে ৩০ কোটি ডলারেরও বেশি। এছাড়া উত্তরের হানাম প্রদেশে নির্মাণ করা হবে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা। এখানে ব্যয় হবে ৯ কোটি ডলারের বেশি। কবে নাগাদ কারখানা দুটির নির্মাণ শুরু হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ভিয়েতনাম সরকার বা পেপসিকো।

১৯৯৪ সালে ভিয়েতনামের বাজারে প্রবেশ করে পেপসিকো। এর পরই দ্রুতই দেশটির অন্যতম পানীয় ব্র্যান্ডে পরিণত হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না