লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, পবিত্র রমজানের কারণে এবারের লালন স্মরণোৎসব আয়োজন খুবই সীমিত করা হয়েছে। আজ বেলা তিনটায় লালন একাডেমি মিলনায়তনে ছোট পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বাউলেরা বলছেন, ফকির লালন শাহ ছেঁউড়িয়ার তাঁর আখড়াবাড়িতে চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ করতেন। তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন তাঁর ভক্ত অনুসারীরা। এ জন্য এবারও আখড়াবাড়িতে তাঁরা বেশ কয়েকজন ইতিমধ্যে চলে এসেছেন। অষ্টপ্রহর কাটিয়ে তাঁরা আবার নিজ নিজ ধামে ফিরে যাবেন।
অর্থসংবাদ/এমআই