নতুনবাজার বস্তির আগুনে আহত ২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নতুনবাজার বস্তির আগুনে আহত ২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তির আগুনে দুজন আহত হয়েছেন। আহত দুজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টা ৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। নেভে রাত ২টার পর। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভে রাত ২টা ৫ মিনিটে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আগুনে বস্তির ৮৪টি ঘর পুড়ে গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাহফুজ রিবেন বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসেরও দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে সে ব্যাপারে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির কিছু ঘর আগুনে পুড়ে গেছে।

এসআই বজলার রহমান জানান, নতুন বাজার বস্তিতে দুই হাজারের বেশি পরিবার বসবাস করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা