এর আগে সূচকটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত বছরের ডিসেম্বরে। সে সময় কেএসই-১০০ সূচক পৌঁছেছিল ৬৭ হাজার ৯৪ পয়েন্টে। গতকাল দিনশেষে সূচকটি স্থির হয়েছে ৬৭ হাজার ১৪২ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বেসরকারীকরণ কর্মসূচি ও আইএমএফের ঋণ কর্মসূচি সংক্রান্ত ইতিবাচক খবরে বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। এতে গতকাল একদিনেই সূচক বেড়েছে ৫৯৪ পয়েন্ট।
এর আগে ২০ মার্চ পাকিস্তান ও আইএমএফের মধ্যে ৩০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির দ্বিতীয় ও শেষ পর্যালোচনা শেষে দুই পক্ষের কর্মকর্তারা মতৈক্যে পৌঁছান। আইএমএফের পর্ষদের অনুমোদন পেলে সংস্থাটির কাছ থেকে ১১০ কোটি ডলার পাবে দেশটি। দীর্ঘমেয়াদি বেইলআউট এবং ঘাটতির রাশ টেনে ধরা, রিজার্ভ বাড়ানো ও ক্রমবর্ধমান ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় নীতি সংস্কার অব্যাহত রাখার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
লোকসানি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণে দীর্ঘদিন স্থগিত থাকা প্রক্রিয়াটিকে সামনে এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের নতুন সরকার। অর্থ সংকটে থাকা দেশটির সরকারকে এসব সংস্থার পেছনে মূল্যবান তহবিল ব্যয় করতে হচ্ছে।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                