গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ মনিটর (জিইএম) রিপোর্ট প্রতি বছর বিশ্বব্যাপী উদ্যোক্তাদের বিকাশের ওপর মূল্যায়ন তুলে ধরে। এবারের প্রতিবেদনে দেশগুলোয় উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক প্রতিবেশ কেমন তা মূল্যায়ন করা হয়েছে। জিইএমের প্রতিবেদন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার কাছে গ্রহণযোগ্য।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ন্যাশনাল অন্ট্রাপ্রেনিউরশিপ কনটেক্সট ইনডেক্স স্কোর ৭ দশমিক ৭ অর্জনের মাধ্যমে রেকর্ড করেছে ইউএই, যা জিইএম রিপোর্টের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতকে নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু ও পরিচালনার জন্য বিশ্বের সেরা পরিবেশ হিসেবে স্থান দেয়া হয়েছে, যা অনেক উন্নত অর্থনীতিকেও ছাড়িয়ে গেছে। ভৌত অবকাঠামোর দিক থেকেও এটি বিশ্বব্যাপী তৃতীয় স্থান অধিকার করেছে।
অর্থসংবাদ/এমআই