৪ এপ্রিল বন্ধ হচ্ছে ইবির আবাসিক হল-সমূহ

৪ এপ্রিল বন্ধ হচ্ছে ইবির আবাসিক হল-সমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে।


আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।


শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটির বিষয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত হয়।


ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অর্থসংবাদ-কে বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেয়া হবে।


তিনি আরও বলেন, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগে হলের অভ্যন্তরীণ ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ১১ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি আরম্ভ হয়। যা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে ক্লাস এবং পরিক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি