‘গ্লোবাল উইমেন লিডারস’ পুরস্কার পেলেন মাইন্ডশেয়ারের তাসনুভা

‘গ্লোবাল উইমেন লিডারস’ পুরস্কার পেলেন মাইন্ডশেয়ারের তাসনুভা

গ্লোবাল উইমেন লিডারস’ পুরস্কার পেয়েছেন এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা।


ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস তাকে এ পুরস্কার দেয়। ২০২৩ সালে তিনি ‘এশিয়া’জ উইমেন লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলে সম্প্রতি মাইন্ডশেয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


গত ১৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডজ এন্ডে আয়োজিত ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডসের ১১তম আসরে এ পুরস্কার দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতৃত্ব, উদ্ভাবন ও ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছেন তাসনুভা। ফলে দেশের গণমাধ্যমের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নসহ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে। তার পথনির্দেশনায় এশিয়াটিক মাইন্ডশেয়ার ‘মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, ‘ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড এবং গোয়া ফেস্ট ২০২৩ এ মোট পাঁচটি ‘অ্যাবি’ অ্যাওয়ার্ডসহ গত কয়েক বছরে নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস আধুনিক অর্থনীতি, প্রযুক্তি এবং প্রশাসনিক প্রক্রিয়ার উন্নয়নে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নারী নেত্রীদের প্রভাবশালী ভূমিকাকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া সরকারি ও ব্যবসায়িক সংস্থাগুলোর অগ্রযাত্রাকেও উৎসাহিত করে প্রতিষ্ঠানটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি